এতদিন দেশে ২০ একরের বেশি জলমহাল ইজারা নেওয়ার ক্ষেত্রে অনলাইনে আবেদন করার সুযোগ ছিল। কিন্তু এখন থেকে সব পরিমাণের জলমহালই ইজারা নেওয়ার জন্য অনলাইনে আবেদন করা যাবে। জেলা-উপজেলায় জলমহাল ইজারার আবেদন অনলাইনে দাখিলের ব্যবস্থা চালু করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার (৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে এ সংক্রান্ত এক বৈঠকে এ নির্দেশ দিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। বৈঠক শেষে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, land.gov.bd অথবা jm.lams.gov.bd ওয়েব পোর্টালে গিয়ে জলমহাল ইজারার আবেদন দাখিল করা যাবে। এ ছাড়া এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এ দুটি ওয়েবপোর্টাল থেকে জানা যাবে।
বিল, হাওর, বাওর, নিম্ন জলাভূমি ও নদ-নদীতে মৎস্য আহরণের এলাকাকে জলমহাল হিসেবে ধরা হয়। ভূমি মন্ত্রণালয়ে হিসাবে দেশে জলমহাল রয়েছে ৩৮ হাজারের কাছাকাছি। প্রতিবছর এসব জলমহাল ইজারা দিয়ে প্রায় শতকোটি টাকা রাজস্ব পায় সরকার। এতোদিন বড় জলমহালগুলো ইজারা দেওয়ার অনুমোদন মন্ত্রণালয় থেকে দেওয়া হতো।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মন্ত্রণালয় পর্যায়ে জলমহাল ইজারার আবেদন অনলাইনে দাখিলের সুবিধা গত ১৫ নভেম্বর চালু করে সরকার। এ সংক্রান্ত পরিপত্রে বলা হয়, এ আবেদন প্রক্রিয়া অনলাইনে চালু হলে জলমহাল ইজারার প্রক্রিয়ার জটিলতা নিরসন সম্ভব হবে।
এমকে