ধর্ষণের জন্য ধর্ষক দায়ী: ইমরান খান

২৯ জুলাই ২০২১

যে ধর্ষণ করে, সে এবং শুধু সেই ব্যক্তিই এর জন্য দায়ী। সুতরাং এ বিষয়ে পরিষ্কার হওয়া যাক। নারী যতই উত্তেজক হোক বা সে যে পোশাকই পরুক না কেন, যে ধর্ষণ করে শুধু সে-ই দায়ী। ধর্ষণ হলে তার জন্য একমাত্র ধর্ষকই দায়ী, কখনোই ভুক্তভোগী দায়ী নয়।

ধর্ষণের জন্য নারীদের পোশাক দায়ী- এমন মন্তব্য করে বেশ তোপের মুখে পড়ার মাসখানেক পরে যুক্তরাষ্ট্র-ভিত্তিক গণমাধ্যম পিবিএস’কে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। 

তিনি দাবি করেন, পাকিস্তানের সমাজে আমরা যৌন অপরাধ বৃদ্ধি পেতে দেখছি। আমি কখনোই এমন বোকার মতো কথা বলতে পারি না, যেখানে ধর্ষণের শিকার মানুষটাকে দায়ী করা হচ্ছে। এর জন্য সবসময় ধর্ষকই দায়ী।

এনডিটিভি ও দ্য এক্সপ্রেস ট্রিবিউন


মন্তব্য
জেলার খবর