মন্তব্য
পর্নকাণ্ডে শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা গ্রেপ্তার হওয়ার পর নিজের মত প্রকাশ করলেন অভিনেত্রী সোমি আলি। তার মতে, পর্ন নিয়ে নাক সিঁটকানোর প্রবণতা আছে ভারতে। যে দেশে কামসূত্র গ্রন্থ লেখা হয়েছে, সে দেশে পর্ন নিয়ে এতো রাখঢাক রাখা উচিত না।
সোমি আলি এক সাক্ষাৎকারে বলেন, ‘যত বেশি লুকানো হবে, তত বেশি মানুষ যৌনতা ও পর্ন নিয়ে আগ্রহী হবে। কৌতূহল বাড়বে। পর্নকে যারা পেশা হিসেবে নিয়েছেন, তাদের আমি খারাপ চোখে দেখি না। তবে পর্ন বানিয়ে কারো ক্ষতি করা অথবা নারী পাচারের মতো অপরাধকে প্রশ্রয় দেই না।’
খুব শিগগিরই স্কুল, কলেজ ও বাড়িতে যৌন শিক্ষা পাঠ চালু করা দরকার বলে মনে করেন এ অভিনেত্রী। তার ভাষায়, ‘গভীর প্রেমে ঘনিষ্ঠতা থাকাই স্বাভাবিক। তাই প্রেমের দৃশ্য বা চুম্বন দৃশ্য বর্ণনা করা খারাপ কিছু না।