তামিম-মুশফিকের পর লিটন

২৯ জুলাই ২০২১

আগামী মাসেই শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। ঘরের মাঠে অভিজ্ঞ এই টিমের বিপক্ষে আগে থেকেই নেই তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। এবার সে তালিকায় যুক্ত হলো লিটন কুমার দাস। পারিবারিক কারণে দলে থাকতে পারবেন না তিনি।

 

লিটনের শ্বশুর অসুস্থ হওয়ায় জিম্বাবুয়েতে থাকা দলের সঙ্গে জৈব-সুরক্ষা বলয় থেকে বেরিয়ে সোমবার দেশের ফিরেছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ খেলতে জিম্বাবুয়ে সফর থেকে ফিরে সরাসরি সুরক্ষা-বলয়ে ঢোকার কথা থাকলেও পারেননি তিনি। তাই অনুমতি পাবেন না এ সিরিজে অংশ নেয়ার।

 

লিটনের না খেলার বিষয়টি নিশ্চিত করেছে স্বয়ং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলের বাকি সদস্যরা ফিরবেন ২৯ জুলাই। জিম্বাবুয়ে থেকে ফিরে সরাসরি জৈব-সুরক্ষা বলয়ে ঢুকবেন তারা। একই দিনে ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে সরাসরি বাংলাদেশে আসবে টিম অস্ট্রেলিয়া। 

 

বাংলাদেশর টি-টোয়েন্টি স্কোয়াড: 
মাহমুদউল্লাহ (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, মেহেদি হাসান, মোহাম্মদ সাইফ উদ্দিন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, রুবেল হোসেন। 


মন্তব্য
জেলার খবর