সূচকের মিশ্র প্রবণতা, কমেছে লেনদেন

১০ ফেব্রুয়ারী ২০২২

বুধবার (৯ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেড়েছে সিংহভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটদর। সেই সঙ্গে দেখা গেছে সূচকের মিশ্র প্রবণতা। আর আগের কার্যদিবসের তুলনায় কমেছে লেনদেনও, পরিমাণে ২৯৮ কোটি ৯৪ লাখ টাকা।

৩৭৯টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ২০৫টির, কমেছে ১২৮টির এবং বাকি ৪৬টির অপরিবর্তিত ছিল। তিন সূচকের মধ্যে দুটি-  ডিএসইএক্স ৮ দশমিক ৫৯ ও ডিএসইএস এক দশমিক ৫১ পয়েন্ট বাড়লেও বাকিটি ডিএস-৩০  ৫ দশমিক ৩৪ পয়েন্ট কমেছে। দিন শেষে ডিএসইএক্স সাত হাজার ৮১ দশমিক ৩৮, ডিএসইএস এক হাজার ৫১২ দশমিক ৮৯ ও ডিএস-৩০ দুই হাজার ৬০৪ দশমিক ৯৮ পয়েন্টে পয়েন্টে অবস্থান করে। লেনদেন হয় এক হাজার ১৫০ কোটি ৮১ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল এক হাজার ৪৪৯ কোটি ৭৫ লাখ টাকা।

বুধবার লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের চিত্র দেখা গেছে।  লেনদেনের তালিকায় টাকার অঙ্কে শীর্ষে আসে বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেডের নাম, ৬৬ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয় তাদের। দর বৃদ্ধির শীর্ষে থাকে তমিজউদ্দীন টেক্সটাইল মিলস লিমিটেড- দর বৃদ্ধি পায় ৯ দশমিক ৯৮ শতাংশ।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) শেয়ার লেনদেনে অংশ নেওয়া ৩০৩টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৪৩টির, কমেছে ১১৫টির এবং বাকি ৪৫টির  অপরিবর্তিত ছিল। প্রধান সূচক সিএসসিএক্স ১ দশমিক ১৩ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৪৪৫ দশমিক ৪৮ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ৫ দশমিক ৮৮ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৭২০ দশমিক ৬৫ পয়েন্টে অবস্থান করে। আগের কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে ২ কোটি ২ লাখ টাকা, লেনদেন হয় ৬১ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে এর পরিমাণ ছিল ৬৩ কোটি ৭৯ লাখ টাকা।

এমকে


মন্তব্য
জেলার খবর