মন্ত্রী-এমপিসহ কেউই জবাবদিহিতার ঊর্ধ্বে নয় উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, স্বাধীন সংস্থা হিসেবে দুদক যে কোনো অপরাধের বিষয়ে তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নিতে পারে। এ বিষয়ে দুদকের ওপর সরকারের পক্ষ থেকে কোনো হস্তক্ষেপ বা বাধা নেই। বৃহস্পতিবার দলের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির উদ্যোগে বিভিন্ন প্রতিনিধিদের মাঝে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন। রাজধানী ঢাকা্র বঙ্গবন্ধু এভিনিউয়ে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী।
ওবায়দুল কাদের জানান, ইতোমধ্যেই দলের অনেক নেতাকর্মী ও এমপির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে দুদক। কিন্তু কাউকে রক্ষা করতে যায়নি সরকার । তিন জানান, সম্পদের হিসাব বিবরণী দাখিলে কারো আপত্তি থাকার কথা নয়। আমি নিজেও সম্পদের হিসাব দিতে প্রস্তুত। প্রতি বছর আয়কর-রিটার্নের মাধ্যমে প্রদান করা সম্পদের হিসাব বা ট্যাক্সে গড়মিল থাকলে তদন্ত করে দেখতে পারবে দুদক। ওবায়দুল কাদের আরো বলেন, সততা ও স্বচ্ছতার সাথে সরকার পরিচালনা করছেন শেখ হাসিনা। অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে তার সরকারের অবস্থান অত্যন্ত কঠোর এবং স্পষ্ট।
এমকে