করোনা প্রতিরোধের টিকা নেয়ার বয়স আগের চেয়ে আরো ৫ বছর কমানো হয়েছে। ২৫ বছর হলেই এ টিকা নেয়ার জন্য নিবন্ধন করা যাচ্ছে এখন। করোনা টিকার নিবন্ধন সংক্রান্ত সুরক্ষা অ্যাপ থেকে বৃহস্পতিবার বিষয়টি জানা গেছে। এর আগে এ টিকা নেয়ার সর্বনিম্ন বয়স ছিল ৩০ বছর।
প্রসঙ্গত, দেশে গত ৭ ফেব্রুয়ারি গণটিকাদান কার্যক্রম শুরু হয়। শুরুতে সর্বনিম্ন বয়সসীমা নির্ধারণ করা হয় ৫৫। পরে এ বয়সসামী নামিয়ে আনা হয় ৪০, সেখান থেকে আরো ৫ বছর কমিয়ে করা হয় ৩৫ বছর। ২৫ বছর করার আগে আরো ৫ বছর কমানোয় বয়সসীমা দাঁড়ায় ৩০ বছরে।
এদিকে কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সুপারিশ অনুযায়ী এ বয়সসীমা ১৮ বছর করার চিন্তা ভাবনা করা হচ্ছে জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সেটা অবশ্য গত ১৫ জুলাইয়ের কথা। বেশি মানুষকে দ্রুত টিকার আওতায় আনতে ১২ জুলাই সুপারিশটি করেছিল ওই পরামর্শক কমিটি।
এমকে