ফুটবল তুলতে গিয়ে পদ্মার স্রোতে প্রাণ গেল দুই কলেজছাত্রের

২৯ জুলাই ২০২১

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি:

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে তলিয়ে যাওয়া দুই কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে  ডুবরী দল ও ফায়ার সার্ভিসের কর্মীরা। আবেদের ঘাট পয়েন্ট থেকে বৃহস্পতিবার  সন্ধা সাতটার দিকে লাশ দুটি উদ্ধার করা হয়। তার আগে একই দিনে বেলা একটার দিকে পদ্মার চড়ে খেলার সময় পানিতে পড়া ফুটবল তুলতে গিয়ে প্রবল স্রোতে তলিয়ে যান তারা।   

উদ্ধার লাশ দুটি ফিলিপনগর কবিরাজপাড়া গ্রামের বাবুল কবিরাজের ছেলে ইউসুফ আলী (১৯) ও সম্রাট কুমির উদ্দিনের ছেলে সামিরুল ইসলামের।তারা দু’জন ফিলিপনগর মরিচা (পিএম) ডিগ্রি কলেজের ছাত্র ছিলেন।

প্রত্যক্ষদর্শী জানান, বেশ কয়েকজন বন্ধুর সঙ্গে ফুটবল খেলছিলেন ইউসুফ আলী ও সামিরুল ইসলাম সম্রাট। এ সময় ফুটবল পদ্মা নদীতে পড়ে যায়। সামিরুল ও সম্রাট সেই ফুটবল তুলে আনতে নদী নামলে স্রোতের কবলে পড়েন তারা। এদিকে স্থানীয়রা নৌকা নিয়ে তাদের উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। পরে খবর পেয়ে খুলনা থেকে ডুবরি দল ও  ভেড়ামারা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসেন।

মাহমুদ শরীফ/এমকে


মন্তব্য
জেলার খবর