কুমারখালী (কুষ্টিয়া) সংবাদদাতা :
করোনা টিকার চাহিদা যখন আকাশ ছোঁয়া, তখন একজনের শরীরেই দুইবার প্রয়োগ করা হয়েছে এ টিকা। তাও আবার মাত্র ১০মিনিটের ব্যবধানে। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে কুষ্টিয়ার খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোভিড-১৯ টিকা কেন্দ্রে।
জানা গেছে, এ কেন্দ্রে টিকা নিতে আসেন উপজেলার বুজরুক মির্জাপুর গ্রামের বাসিন্দা বাশারুজ্জামান (৩৮)। কার্ড নিয়ে নির্ধারিত কক্ষে ঢুকলে তাকে টিকা দেন একজন নার্স। এর ১০ মিনিট পরেই তাকে ডেকে আবারো একই টিকা দেয়া হয়। বাশারুজ্জামান বলেন, আমি তো কিছু জানি না। একবার টিকা নিলাম। তার কিছুক্ষণ পর আবার আমাকে আরেক ডোজ টিকা দিলো। আমি ভেবেছিলাম- দুইবার করেই নিতে হয়। টিকাদাতা নার্স বলেন, এটা একটা ভুল। তিনি একবার টিকা নিয়েছেন, অথচ আমাকে বলেননি।
খোকসা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন, দুইবার টিকা নেয়ার জন্য ওই ব্যক্তিই দায়ী। কারণ তিনি বলেননি- তাকে টিকা দেয়া হয়েছে। তবে দুইবার টিকা দেয়ায় কোন সমস্যা হবে না।
মাহমুদ শরীফ/এমকে