ভোলা প্রতিনিধি:
ভোলার চরফ্যাশনে প্রেমিকার সঙ্গে বিয়ে না দেয়ায় রিয়াজ (১৮) নামের এক যুবক বিষপানে আত্মহত্যা করেছেন।বৃস্পতিবার তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। তার আগে বুধবার রাতে নিজেদের বাড়িতেই বিষপান করেন তিনি।
রিয়াজ শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের উত্তর আইচা গ্রামের বাসিন্দা মিলনের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, এক মেয়ের সঙ্গে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক ছিল তার। মোবাইল ফোনে পরিচয়ের আগে মেয়েটিকে চিনতেন না রিয়াজ। ঘটনার রাতে পরিবারের সদস্যদের কাছে নিজের প্রেমিকাকে বিয়ের কথা বলেন। কিন্তু তার বড় ভাই অবিবাহিত থাকায় সে কথা মেনে নেয়নি কেউ। এ নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে তর্ক বাধে তার।পরে রাতের খাবার খেয়ে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়লে ঘরে থাকা চালের পোকাদমনের ট্যাবলেট সেবন করেন তিনি। পরিবারের সদস্যরা টের পেয়ে চরফ্যাশন হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। শশীভূষণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, ময়নাতদন্ত রির্পোট এলে বিস্তারিত জানা যাবে।
কামরুজ্জামান শাহীন/এমকে