মন্তব্য
গরম আবহাওয়া এবং দমকা বাতাসের কারণে তুরস্কের দক্ষিণাঞ্চলের মানাওগাত শহর ঘিরে আগুন ছড়িয়ে পড়েছে। শহরটির কাছে এখন পর্যন্ত তিনজনের লাশ খুঁজে পাওয়া গেছে।
মানাওগাতের কাছে বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো আগুন জ্বলছে। এরই মধ্যে নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে শতাধিক মানুষকে। ওসমানিয়ে এবং কায়সেরি এলাকা এখনও পুড়ছে দাবানলে।
অগ্নিনির্বাপণকর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছে এবং আগুন নেভানোর চেষ্টা করে যাচ্ছে। উদ্ধার পাওয়াদের অনেকেই দগ্ধ হয়েছেন এবং তাদের সম্পদেরও ক্ষয়ক্ষতি হয়েছে।
রয়টার্স