হাইতিতে নির্বাচনের আশ্বাস প্রধানমন্ত্রীর

৩০ জুলাই ২০২১

যত দ্রুত সম্ভব প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠানে পরিস্থিতি সৃষ্টির পরিকল্পনা সরকারের আছে বলে জানিয়েছেন হাইতির নতুন প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি।

প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে সাংবাদিকদের দ্রুত নির্বাচন হবে বলে আশ্বাস দিলেও কোনো সময়সীমা জানাননি হেনরি।

৭১ বছর বয়সী নিউরোসার্জন হেনরি বলেন, সরকারের প্রতি আস্থা ফেরাতে কাজ করব। সামনের দিকে অগ্রসর হওয়ার ক্ষেত্রে নাগরিক সমাজ ও রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনায় বসে ঐক্যমতে পৌঁছানোর চেষ্টা চালাব। এই সরকারের উদ্দেশ্য হচ্ছে পরিস্থিতি তৈরি করা যেন যত দ্রুত সম্ভব নির্বাচন করা যায়।

রয়টার্স

 


মন্তব্য
জেলার খবর