ভারতে অর্থনৈতিক সমস্যার কারণে ২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে আত্মহত্যা করেছেন ২৫ হাজার ২৫১ জন। বুধবার সংসদে বেকারত্ব সংক্রান্ত আলোচনার ভাষণে এ তথ্য জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই।
আত্মহত্যাকারীদের মধ্যে ৯ হাজার ১৪০ জন বেকারত্ব ও ১৬ হাজার ৯১ জন দেউলিয়া কিংবা ঋণে জর্জরিত হয়ে আত্মঘাতী হয়েছেন বলে দাবি কেন্দ্রীয় সরকারের। আত্মহত্যা সংক্রান্ত এ তথ্য তুলে ধরেছে ভারতের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (এনসিআরবি)।
এনসিআরবির তথ্য অনুযায়ী, করোনার মহামারির প্রথম স্ফীতিতে অর্থাৎ ২০২০ সালে বেকারত্বের কারণে আত্মহত্যার সংখ্যা বেড়েছে অনেকটাই। ২০১৮ ও ২০১৯ সালে বেকারত্বের কারণে আত্মঘাতী হন যথাক্রমে ২ হাজার ৭৪১ ও ২ হাজার ৮৫১ জন। ২০২০ সালে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩ হাজার ৫৪৮ জনে। ২০২০ সালে দেউলিয়া হয়ে যাওয়ার কারণে আত্মহত্যা করেন ৫ হাজার ২১৩ জন। খবর আনন্দবাজার পত্রিকা।