বাজার স্থিতিশীল রাখতে চালের অবৈধ মজুতদারদের বিরুদ্ধে শিগগিরই অভিযান শুরু করা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। বলেছেন, অতি মুনাফাখোর ও অবৈধ মজুতদারদের সঙ্গে কোন আপস হবে না। বৃহস্পতিবার চালের মূল্য স্থিতিশীল রাখতে করণীয় শীর্ষক মতবিনিময় সভায় এ কথা বলেন। সভায় ভার্চুয়ালি অংশ নেন খাদ্যমন্ত্রী। খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
খাদ্যমন্ত্রী আরো জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষায় চালের মূল্য স্থিতিশীল রাখতে ইতোমধ্যে পদক্ষেপ নিয়েছে সরকার । বাজার মনিটরিং করা হচ্ছে, এটি জোরদার করা হবে। সরকারিভাবে চাল আমদানি হচ্ছে। বেসরকারিভাবে চাল আমদানির বিষয়টি প্রক্রিয়াধীন। এ সময় মিল মালিক ও ব্যবসায়ীদের ভোক্তাদের প্রতি মানবিক হওয়ার আহবান জানান খাদ্যমন্ত্রী।
সভায় খাদ্য মন্ত্রণালয়ের সচিব মোছাম্মৎ নাজমানারা খানুম, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক বাবলু কুমার সাহা, কৃষি বিপণন অধিদফতরের মহাপরিচালক মোহাম্মদ ইউসুফ, কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক মো. আসাদুল্লাহ এবং খাদ্য অধিদফতরের মহাপরিচালক শেখ মুজিবুর রহমানসহ মিল মালিকদের প্রতিনিধিরা অংশ নেন।
এমকে