মন্তব্য
কিউবায় সাম্প্রতিক সরকারবিরোধী আন্দোলনে নির্বিচারে আটকদের ওপর কর্তৃপক্ষের দমনপীড়ন নিয়ে উদ্বেগ জানিয়ে বিক্ষোভকারীদের মুক্তির দাবি জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
নির্বিচারে এই ধরপাকড়ের শিকার লোকজনের মুক্তি দাবি করে ইইউ-এর শীর্ষ কূটনীতিক জোসেফ বোরেল বলেন, ‘কিউবা সরকারকে আমরা সার্বজনীন মানবাধিকার কনভেনশনে অন্তর্ভুক্ত মানবাধিকার ও স্বাধীনতার প্রতি সম্মান জানানোর আহ্বান জানাই।’
রয়টার্স