পুরোটা উপভোগ করাই জীবন : পরীমনি

৩০ জুলাই ২০২১

ফেসবুক স্ট্যাটাসে ঢালিউড নায়িকা পরীমনি লিখেছেন, ‘জীবন হলো আইসক্রিমের মতো! কামড়ে খাওয়ার তাড়া থাকতে নেই। এতে স্বাদ অনুভব হয় না। শুধু খাওয়াটাই হয়। স্বাদ পেতে হলে চেটেই খাও।

তোমার ঠোঁট, জিভ, দাঁত, গলা, চিবুক আর তোমার পাকস্থলীকে টের পেতে দাও এর হিম! জীবনও তাই, শুধু সুখটুকুতে এর বিস্বাদ ধরে! তাই তাকেও এর কান্না, দুঃখ, হতাশা, আনন্দ, বেদনা, ভালোবাসা সবটাই দিও। জীবনের পুরোটা উপভোগ করাই তো জীবন।’

এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনটি ছবি দিয়েছেন ঢালিউড নায়িকা পরীমনি। ছবির নিচে ইঙ্গিতমূলক পোস্টে লিখেছেন 'হে হেটার্স, টেক লাভ।' যার অর্থ, হে বিদ্বেষীগণ, ভালোবাসা নাও।' অর্থাৎ 'হেটার্সদের তিনি ভালোবাসা দিতে চান, ঘৃণা নয়।' 


মন্তব্য
জেলার খবর