সারাদেশে চলমান কঠোর বিধিনিষেধ (লকডাউন) অব্যাহত রাখার সুপারিশ করা হয়েছে। তবে কতদিনের জন্য এ সুপারিশ করা হয়েছে, সে সম্পর্কে স্পষ্ট কিছু জানা যায়নি। প্রতিবার কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শ কমিটি করলেও এবার সুপারিশটি করেছে খোদ স্বাস্থ্য অধিদফতর। শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম এ সুপারিশ করার কথা জানান।
ডিজি খুরশীদ আলম বলেন,চলমান করোনা পরিস্থিতি বিবেচনায় এটা(বিধিনিষেধ) কনটিনিউয়ের সুপারিশ করা হয়েছে। এ বিষয়ে সিদ্ধান্ত নিবে জনপ্রশাসন মন্ত্রণালয়। তিনি জানান, সব কিছু খুলে দিলে করোনা সংক্রমণ বেড়ে যাবে। তাই অতিজরুরি সেবা ছাড়া যেভাবেই হোক সবকিছু সীমিত রাখতে হবে, এগুলো মনিটর করতে হবে।
প্রসঙ্গত, চলমান লকডাউনের মেয়াদ শেষ হচ্ছে আগামী ৫ আগষ্ট মধ্যরাতে। গত মাস থেকে আশঙ্কাজনক হারে বাড়তে শুরু করা করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে চলতি মাসের শুরু থেকেই এ কঠোর বিধিনেষেধ আরোপ করে সরকার। যদিও মাঝে ঈদুল আযহার কারণে সপ্তাহখানেক শিথিল করা হয় এ বিধিনিষেধে। ঈদের আগের বিধিনিষেধে গার্মেন্টস কারখানা খোলা থাকলেও ঈদের পরবর্তী বিধিনিষেধের মেয়াদে জরুরি সেবা ছাড়া সবকিছু বন্ধ রাখা হয়েছে। এ সময়ে খুবই জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাওয়ার ওপর রয়েছে কঠোর নিষেধাজ্ঞা।
এমকে