লকডাউন কোনো সমাধান নয়: জিএম কাদের

৩০ জুলাই ২০২১

দেশের বাস্তবতায় করোনা মোকাবিলায় লকডাউন ও কারফিউ কোনো সমাধান নয় বলেই মনে হয় জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের। তার আরো মনে হয়, লকডাউন সফল হবে না। কারণ, লকডাউন চললেও মানুষকে ঘরে আটকে রাখা সম্ভব হচ্ছে না। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এমন মন্তব্য করেন।

লকডাউন সফল না হওয়ার পেছনের কারণ হিসেবে জিএম কাদের বলেন, দেশের বেশিরভাগ দরিদ্র্য মানুষের ঘরে খাবার নেই। পকেটে ওষুধ ও শিশুখাদ্য কেনার পয়সা নেই। এ ধরনের মানুষকে ঘরে আটকে রাখা সম্ভব হচ্ছে না। তিনি বলেন, করোনা প্রতিরোধে গণটিকা কর্মসূচি আরো জোরদার করতে হবে। সংক্রমণ প্রবণ এলাকায় করোনা চিকিৎসায় ফিল্ড হাসপাতাল নির্মাণ করতে হবে। প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার ও অন্যান্য স্বাস্থ্যকমী নিয়োগ দিতে হবে সেখানে।

এমকে

 


মন্তব্য
জেলার খবর