ডেঙ্গু আক্রান্তদের ৯৮ শতাংশের বসবাস ঢাকায়

৩০ জুলাই ২০২১

চলতি জুলাই মাসে ২ হাজার ৯০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন দেশে। আক্রান্তদের ৯৮ শতাংশই বসবাস করেন ঢাকায়, বাকিরা ঢাকার বাইরের। এ পরিসংখ্যান এ বছরের মধ্যে সর্বোচ্চ। শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্যে এসব জানা গেছে।

স্বাস্থ্য অধিদফতরের হিসাবে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৭০৯ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার ৬৭৯ জন, বাকিরা ঢাকার বাইরে, অন্য বিভাগে। চলতি বছরে ২ হাজার ৪৬২ জন রোগী ভর্তি হয়। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৭৪৯ জন। ডেঙ্গু সন্দেহে ৪ জনের মৃত্যুর তথ্য পর্যালোচনার জন্য রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়েছে।

গত ২৪ ঘণ্টার পরিস্থিতি সম্পর্কে স্বাস্থ্য অধিদফতর জানায়, ১৭০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এদের মধ্যে ১৬৪ জন ঢাকার, ঢাকার বাইরে রয়েছেন ৬ জন।

 

এমকে


মন্তব্য
জেলার খবর