গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ২১২ জন মারা গেছেন। করোনা শনাক্ত হয়েছে ১৩ হাজার ৮৬২ জনের।করোনামুক্ত হয়েছেন ১৩ হাজার ৯৭৫ জন। শনাক্তের হার ৩০ দশমিক ৭৭। শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, তাদের হিসাবে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১২ লাখ ৪০ হাজার ১১৫ জনের। এর মধ্যে মৃত্যু হয়েছে ২০ হাজার ৪৬৭ জনের। সুস্থ হয়েছেন ১০ লাখ ৬৪ হাজার ১৯৫ জন। ৭৭ লাখ ৯ হাজার ৯১৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তের হার ১৬ দশমিক ০৮।
গত ২৪ ঘণ্টায় সন্দেহভাজন ৪৮ হাজার ৫৬৮ রোগীর নমুনা সংগ্রহ করা হয়েছে, পরীক্ষা করা হয়েছে ৪৫ হাজার ৪৪টি নমুনা। মারা যাওয়াদের মধ্যে ১১৯ জন পুরুষ, বাকিরা নারী- ৯৩ জন। বিভাগ ভিত্তিক ঢাকায় ৬৫ জন, চট্টগ্রামে ৫৩ জন, রাজশাহীতে ১৩ জন, খুলনায় ৩৬ জন, বরিশালে ১১ জন, সিলেটে ১৭ জন, রংপুরে ৯ জন এবং ময়মনসিংহে ৮ জন। সরকারি হাসপাতালে ১৫৪ জন, বেসরকারি হাসপাতালে ৪৮ জন ও বাসায় ৯ জন মারা গেছেন। হাসপাতালে নিয়ে আসার পথে বাকি ১ জন মারা গেছেন।
এমকে