করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার আরোপিত কঠোর বিধিনিষেধের মেয়াদ শেষ হওয়ার চার দিন আগেই রোববার খুলছে গার্মেন্টসসহ রফতানিমুখী শিল্প-কারখানা। তবে এ ক্ষেত্রে প্রতিপালন করতে হবে করোনা সম্পর্কিত স্বাস্থ্যবিধি। শুক্রবার জারি করা মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। খুলে দেয়ার এ প্রজ্ঞাপন জারির আগে এ বিধিনিষেধের মেয়াদে গার্মেন্টসহ রফতানিমুখী শিল্প-কারখানা বন্ধ ঘোষণা করে সরকার।
প্রজ্ঞাপনে বলা হয়, সার্বিক পরিস্থিতি বিবেচনায় ১ আগস্ট সকাল ৬টা থেকে রফতানিমুখী সব শিল্প ও কলকারখানা বিধিনিষেধের আওতা বহির্ভূত রাখা হলো।
প্রসঙ্গত, এ বিধিনিষেধের মেয়াদ আগামী ৫ আগষ্ট মধ্যরাতে শেষ হওয়ার কথা রয়েছে। এ বিধিনিষেধের মেয়াদে জরুরি সেবা, পণ্যবাহী যানবাহন ও রিকশা ছাড়া সরকারি ও বেসরকারি অফিস-প্রতিষ্ঠানসহ সবকিছু বন্ধ ঘোষণা করা হয়। এ দিকে ঈদের পর থেকেই নিজেদের কারখানা খোলার অনুমতি দিতে সরকারের কাছে দাবি জানিয়ে আসছিলেন শিল্প-কারখানার মালিকরা।
এমকে