পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে গতকাল বাংলাদেশে এসেছে টিম অস্ট্রেলিয়া। ওয়েস্ট ইন্ডিজ থেকে ভাড়া করা বিমানে করে ঢাকায় আসে তারা। করোনার কারণেই মূলত ভাড়া করা বিমান। বাংলাদেশও করোনা সংক্রমণ নিয়ে সতর্ক। এর আগেও দুটি আন্তর্জাতিক সিরিজ আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। টিম অস্ট্রেলিয়াকে তাদের চাহিদার চেয়েও বেশি সুরক্ষা দেয়া হচ্ছে বলে দাবি করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী। শুক্রবার সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ দাবি করেন।
সেটা তাদের প্রত্যাশার চেয়েও বেশি উল্লেখ করে নিজামউদ্দিন বলেন, ‘যেসব তথ্য পাচ্ছি, তাতে তারা সবকিছু নিয়ে খুশিই আছে বলে মনেকরি। প্রথম ধাপ ছিল বিমানবন্দর থেকে তাদের হোটেলে নিয়ে যাওয়া। হোটেলের পরিবেশ নিয়েও তারা খুশি।’
বিসিবির প্রধান নির্বাহী আরো বলেন, ‘এখন যে পরিস্থিতি, তাতে আদর্শ জৈব সুরক্ষাবলয়ের একটা প্রটোকল আছে। সেসবের বাইরে অস্ট্রেলিয়া তাদের যেসব চাহিদার কথা জানিয়েছিল, আমরা সেসব পূরণ করছি। এর বাইরে কিন্তু তেমন কিছু না। বিষয়টিকে খুব বড় করে দেখা ঠিক হবে না। এটাই এখন নিউ নরমাল। এভাবেই ইভেন্টগুলো আয়োজন করতে হবে আমাদের।’
এ সিরিজ সফলভাবে আয়োজন করতে পারলে সামনের সিরিজগুলোতে বিসিবির আত্মবিশ্বাস আরো বেড়ে যাবে বলে জানান তিনি।
৩ আগস্ট শুরু হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ইতিহাসের প্রথম দ্বিপক্ষীয় সিরিজ।