দেশ ছাড়ছে আফগান দোভাষীরা

৩১ জুলাই ২০২১

নারী-শিশুসহ ২২১ জন আফগান দোভাষী যুক্তরাষ্ট্রে পৌঁছেছে। শুক্রবার সকালে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে পৌঁছায় আফগান দোভাষীদের বহনকারী একটি বিমান। তাদের ভার্জিনিয়ার ফোর্ট লি সামরিক ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়। পুনর্বাসন প্রক্রিয়া সম্পন্ন শেষে তাদের অন্যত্র নেয়া হবে।

আফগানিস্তানে তালেবানবিরোধী যুদ্ধে গত বিশ বছর ধরে মার্কিন বাহিনী ও ন্যাটোকে সহায়তা দেয়া আড়াই হাজারের মতো দোভাষীকে যুক্তরাষ্ট্রে নেয়া হবে। তারই অংশ হিসেবে প্রথম ধাপে ২২১ জনকে নেয়া হলো।  ইতোমধ্যে যুক্তরাষ্ট্র যেতে আবেদন করেছেন ১৮ হাজার আফগান দোভাষী।

আল জাজিরা


মন্তব্য
জেলার খবর