বিএনপি আত্মস্বীকৃত দুর্নীতিবাজদের সংগঠন: ওবায়দুল কাদের

৩১ জুলাই ২০২১

বিএনপিকে আত্মস্বীকৃত দুর্নীতিবাজদের সংগঠন হিসেবে আখ্যায়িত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেছেন, বিএনপি তাদের সংবিধান থেকে ৭ ধারা বাদ দিয়ে এটা প্রমাণ করেছে, এখন অপপ্রচার পার্টিতে রূপ নিয়েছে দলটি। শনিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অক্ষমতা ঢাকতে মিথ্যাচার আর সরকারের বিরুদ্ধে বিষোদগারকে হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে। আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত দলটি যখন দুর্নীতি নিয়ে কথা বলে, তখন মানুষের মুখে হাসি পায়। মুখরোচক এসব কথার নৈতিক মানদণ্ড নিয়েও মানুষ পরিহাস করে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির শাসনামল আর দুর্নীতি সমার্থক হয়ে গিয়েছিল। ছিল দুর্নীতি তোষণ নীতি,দলীয়ভাবেই করা হতো দুর্নীতিবাজদের পৃষ্ঠপোষকতা। অথচ দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের অবস্থান অত্যন্ত কঠোর, যা ইতোমধ্যেই প্রমাণ হয়েছে।

মেগা মেগা প্রকল্প নিয়ে বিএনপির সমালোচনা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, মেগা-প্রকল্প বাস্তবায়নে যাদের সাহস ও সক্ষমতা ছিল না, মেগাপ্রকল্প দেখে তাদের ঈর্ষায় কাতর হওয়াই স্বাভাবিক। এসব প্রকল্প নিতে সাহস ও সক্ষমতা লাগে, প্রয়োজন হয় দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন ও ভিশন। কিন্তৃ‌‌ বিএনপির ভিশন ছিল- ক্ষমতার বিকল্প কেন্দ্র হাওয়া ভবন তৈরি করে চাঁদাবাজি আর লুটপাট করা।

এমকে


মন্তব্য
জেলার খবর