বগুড়ায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণ মামলা

৩১ জুলাই ২০২১

বগুড়া প্রতিনিধি:

বগুড়ার শেরপুরের খামারকান্দি ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল ওহাবের বিরুদ্ধে ধর্ষণ মামলা হয়েছে। শুক্রবার রাতে থানায় মামলাটি করেছেন ভুক্তভোগী গৃহবধূ।তবে আব্দুল ওহাবের দাবি- তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে মামলাটি করা হয়েছে।

মামলায় বলা হয়েছে, শেরপুর পৌর শহরের জগন্নাথপাড়া এলাকায় আব্দুল ওহাবের ভাড়া নেয়া বাসায় এ ঘটনা ঘটে। ঘটনার সময় সেই বাসায় কেউ ছিল না। তার আগে ভুক্তভোগীকে তার পাওনা টাকা আদায় করে দেয়ার আশ্বাসে সেখানে ডেকে নেয় চেয়ারম্যান। আব্দুল ওহাবের আত্মীয় শহিদুল ইসলামের কাছে ৫০ হাজার টাকা পেতেন ভুক্তভোগী, কিন্তু দীর্ঘদিনেও ভুক্তভোগীকে সেই টাকা দেননি তিনি। আব্দুল ওহাব সেই টাকা আদায় করে দেয়ার আশ্বাস দেন ভুক্তভোগীকে। শেরপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম শহিদ মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামি গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

 

দীপক কুমার সরকার/এমকে

 


মন্তব্য
জেলার খবর