সিনেমা জগতে পা রাখতে যাচ্ছেন সুহানা!

১০ ফেব্রুয়ারী ২০২২

বলিউড বাদশা শাহরুখ খানের মেয়ে সুহানা খান। বাবার পথ অনুসরণ করতে চলেছেন। বহু দিন ধরে চলে আসা গুঞ্জনকে সত্যি করে বলিউডে অভিষেক হতে যাচ্ছে তার। ভারতীয় গণমাধ্যম বলছে, জয়া আখতা‌রের হাত ধ‌রে ব‌লিউ‌ডে অভি‌ষেক হতে যাচ্ছে সুহানার। এ খবর উসকে দি‌লেন সুহানা নি‌জেই।

 

সম্প্রতি নির্মাতা জয়া আখতা‌রের অফি‌সের বাই‌রে পাপারা‌জ্জি‌দের ক‌্যা‌মেরাব‌ন্দি হ‌য়ে‌ছেন সুহানা। এ ছ‌বি নেটদু‌নিয়ায় ছ‌ড়ি‌য়ে পড়ার পর সুহানার ব‌লিউ‌ডে অভিষে‌কের গুঞ্জন জোরা‌লো হ‌য়ে‌ছে। ব‌লিউডলাইফ ডটকম এক প্রতি‌বেদ‌নে এমনটাই জানিয়েছে।

 

বলা হচ্ছে, ‘আর্চি কমিকস’ অবলম্বনে সি‌নেমা নির্মাণ কর‌তে যা‌চ্ছেন জাভেদ আখতারের মেয়ে। নেটফ্লিক্সের এই মিউজিক্যাল ফি‌ল্মে সুহানা খান ছাড়াও আত্মপ্রকাশ করতে পারেন বলিউডের বেশ কজন তারকা সন্তান। এর ম‌ধ্যে র‌য়ে‌ছেন শ্রী‌দেবী কন‌্যা খু‌শি কাপুর ও অমিতাভ বচ্চনের নাতনি অগস্ত্য নন্দা।

 

উল্লেখ্য, ২০১৮ সালে এক পত্রিকার প্রচ্ছদের মাধ্যমে ফ্যাশন দুনিয়ায় প্রবেশ ঘটে শাহরুখ-কন্যার। এ ছাড়াও তিনি একটি স্বল্পদৈর্ঘ্যের ছবি ও বেশ কিছু নাটকে অভিনয় করেছেন। এ হয়তো বলিউডে প্রবেশ ঘটতে চলেছেন সুহানার।


মন্তব্য
জেলার খবর