২১৮ করোনা রোগীর মৃত্যু

৩১ জুলাই ২০২১

গত ২৪ ঘণ্টায় দেশে  করোনা আক্রান্ত  ২১৮ জন মারা গেছেন । করোনা শনাক্ত হয়েছে ৯ হাজার ৩৬৯ জনের। করোনামুক্ত হয়েছেন ১৪ হাজার ১৭ জন।শনাক্তের হার ৩০ দশমিক ২৪।শনিবার স্বাস্থ্য অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, তাদের হিসাবে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১২ লাখ ৪৯ হাজার ৪৮৪ জনের। এর মধ্যে মারা গেছেন ২০ হাজার ৬৮৫ জন, সুস্থ হয়েছেন ১০ লাখ ৭৮ হাজার ২১২ জন। ৭৭ লাখ ৪০ হাজার ৮৯৪টি নমুনা পরীক্ষা হয়েছে। শনাক্তের হার ১৬ দশমিক ১৪।

গত ২৪ ঘণ্টায় নমুনা সংগৃহীত হয়েছে ৩০ হাজার ৯৭৬টি। পরীক্ষা হয়েছে ৩০ হাজার ৯৮০টি। মারা যাওয়াদের মধ্যে ১৩৪ জন পুরুষ এবং নারী ৮৪ জন। বিভাগ ভিত্তিক ঢাকায় ৬৭ জন, চট্টগ্রামে ৫৫ জন, রাজশাহীতে ২২ জন, খুলনায় ২৭ জন, বরিশালে ১০ জন, সিলেটে ৯ জন, রংপুরে ১৬ জন এবং ময়মনসিংহে ১২ জন; সরকারি হাসপাতালে ১৫৬ জন, বেসরকারি হাসপাতালে ৪৯ জন এবং বাসায় ১৩ জন মারা গেছেন।

এমকে


মন্তব্য
জেলার খবর