স্বাস্থবিধি মেনে চলবে গার্মেন্টস কারখানা, আশা স্বাস্থ্যমন্ত্রীর

৩১ জুলাই ২০২১

স্বাস্থ্যবিধি মেনে গার্মেন্টস কারখানা পরিচালিত হবে বলে আশা করছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বলেছেন,  স্বাস্থ্যবিধি মেনে চললে পরে হয়তো সংক্রমণ বাড়বে না। কিন্তু স্বাস্থ্যবিধি না মানলে সংক্রমণ বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে।

শনিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাপান সরকারের উপহার দেয়া অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় চালান গ্রহণ শেষে সাংবাদিকদের এ সব কথা বলেন।  মন্ত্রিপরিষদের প্রজ্ঞাপন অনুযায়ী আগামীকাল রোববার গার্মেন্টস কারখানা খুলছে।

স্বাস্থ্যমন্ত্রী  আরো বলেন,   চিকিৎসক-নার্সরা করোনার চিকিৎসা দিতে পারে। কিন্তু সংক্রমণ কমাতে পারবে না। কাজেই সংক্রমণ নিয়ন্ত্রণে সবাইকে সহযোগিতা করতে হবে।

এমকে

 


মন্তব্য
জেলার খবর