দাবানলে বিধ্বস্ত তুরস্ক

০১ অগাস্ট ২০২১

তুরস্কের দক্ষিণাঞ্চলে পাঁচ দিন ধরে চলা দাবানাল আরও বিস্তৃত হয়েছে। বহু মানুষ তাদের সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে গেছে। দাবানলে দুই বন কর্মীসহ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয় জনে।

দেশটির উপকূলীয় প্রদেশ আদানা, ওসমানিয়ে, আনথাইলিয়া, মেইসিন ও পশ্চিম উপকূলীয় প্রদেশ মুগলায় দাবানল অব্যাহত আছে। দাবানলে বিধ্বস্ত দক্ষিণ তুরস্কের কিছু অংশকে ‘দুর্যোগ এলাকা’ হিসেবে ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান । 

গত ২৮ জুলাই থেকে দাবানলে তুরস্কের বিভিন্ন বন, গ্রাম ও পর্যটন কেন্দ্র পুড়ে গেছে। দাবানল থেকে বাঁচতে মানুষকে তাদের ঘরবাড়ি, এলাকা থেকে সরে যেতে হচ্ছে।

সিএনএন তুর্ক ও রয়টার্স


মন্তব্য
জেলার খবর