মিয়ানমারের জান্তাবিরোধী বিক্ষোভ

০১ অগাস্ট ২০২১

মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ে সামরিক জান্তার বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ছোট ছোট কয়েকটি দল। মোটরবাইক চালিয়ে মান্দালয়জুড়ে লাল ও সবুজ রংয়ের পতাকা উড়িয়েও সেনাশাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানায় তারা।

তাদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল, “রক্তখেকোর সঙ্গে মধ্যস্থতা নয়,”।

চলতি বছরের ১ ফেব্রুয়ারি মিয়ানমারের সামরিক বাহিনী দেশটির গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখলে নেয়। ১ অগাস্ট তার ৬ মাস পূর্তি হতে যাচ্ছে।

 রয়টার্স


মন্তব্য
জেলার খবর