খুলনা টাইগার্সকে হারিয়ে প্লে অফের সম্ভাবনা ধরে রাখলো মিনিস্টার গ্রুপ ঢাকা। বুধবার বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) ম্যাচে খুলনার বিপক্ষে পাঁচ উইকেটে জয় পায় মাহমুদুল্লাহ রিয়াদের দল।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং বেছে নেন খুলনা টাইগার্স অধিনায়ক মুশফিকুর রহীম। তবে খুব বড় পুঁজি গঠনে ব্যর্থ হয় মুশফিকের দল। আদতে বড় লজ্জার মুখে ছিল মুশফিকের দল। দলীয় ৫৮ রানের মধ্যে শীর্ষ ৬ উইকেট খোয়ায় তারা। তবে ইনিংসের শেষ দিকে দলটির বিদেশি রিক্রুট সিকান্দার রাজার ব্যাটে লড়াইয়ের পুঁজি পায় খুলনা। ৭ নম্বরে ব্যাট হাতে ৫০ বলে ৬৪ রান করেন সিকান্দার রাজা।
২০ ওভারে ১২৯/৮-এ থামে খুলনা টাইগার্স। জবাবে ৪ বল হাতে রেখে টার্গেট পার করে মিনিস্টার গ্রুপ ঢাকা। সর্বোচ্চ ৩৪ রান করেন অধিনায়ক মাহমুদুল্লাহ।
এ জয়ের ফলে চলতি বিপিএলে ৯ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে উঠে এলো মিনিস্টার গ্রুপ ঢাকা। ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে খুলনার অবস্থান চারে। ৯ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে প্লে অফের সম্ভাবনা ধরে রেখেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সও।