গার্মেন্টসে স্বাস্থ্যবিধি না মানায় সংক্রমণ বাড়বে: স্বাস্থ্যমন্ত্রী

০১ অগাস্ট ২০২১

খুলে দেয়া গার্মেন্টসে কর্মরতরা করোনা সম্পর্কিত স্বাস্থ্যবিধি না মানায় করোনা সংক্রমণ আরো বাড়বে বলে আশঙ্কা করছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রোববার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ আশঙ্কা প্রকাশ করেন। রাজধানীর মহাখালীর বিসিপিএস মিলনায়তনে এমবিবিএস প্রথমবর্ষের (২০২০-২১) ক্লাস উদ্বোধনের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের ব্রিফ করেন স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী জানান, আজ থেকে গার্মেন্টস খুলে দেয়া হয়েছে। দেশের বিভিন্ন এলাকার মানুষ কর্মস্থলে যোগ দিয়েছেন। কিন্তু তারা করোনা সম্পর্কিত স্বাস্থ্যবিধি মানেননি। তিনি জানান, জীবনের জন্য জীবিকার দরকার। সরকারকে সবকিছুই ভাবতে হয়।

এমকে


মন্তব্য
জেলার খবর