টিকা নিতে রেজিস্ট্রেশন লাগবে না

০১ অগাস্ট ২০২১

আগামী ৭ আগস্ট থেকে টিকা নিতে টিকাগ্রহীতাকে রেজিস্ট্রেশন করতে হবে না। ভোটার আইডিকার্ড নিয়ে টিকাদান কেন্দ্রে গেলেই টিকা নেয়া যাবে। রোববার সাংবাদিকদেরকে ব্রিফিংকালে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

রাজধানীর মহাখালীর বিসিপিএস মিলনায়তনে এমবিবিএস প্রথমবর্ষের (২০২০-২১) ক্লাস উদ্বোধনের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী জানান- ৭ আগষ্ট থেকে ক্যাম্প করে টিকা দেয়া হবে। যাদের ভোটার আইডিকার্ড নেই. তাদের বিশেষ ব্যবস্থায় টিকা দেয়া হবে। আগামী এক সপ্তাহে এক কোটি মানুষকে করোনা টিকার আওতায় আনা হবে।

এমকে

 


মন্তব্য
জেলার খবর