২৩১ করোনা রোগীর মৃত্যু

০১ অগাস্ট ২০২১

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ২৩১ জন মারা গেছেন। করোনা শনাক্ত হয়েছে ১৪ হাজার ৮৪৪ জনের। করোনামুক্ত হয়েছেন ১৫ হাজার ৫৪ জন।শনাক্তের হার ২৯ দশমিক ৯৭। রোববার স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, তাদের হিসাবে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১২ লাখ ৬৪ হাজার ৩২৮ জনের। এর মধ্যে মারা গেছেন ২০ হাজার ৯১৬ জন। সুস্থ হয়েছেন ১০ লাখ ৯৩ হাজার ২৬৬ জন। নমুনা পরীক্ষা হয়েছে ৭৭ লাখ ৯০ হাজার ৪২৩টি। শনাক্তের হার ১৬ দশমিক ৪৭।

গত ২৪ ঘণ্টায় নমুনা সংগৃহীত হয়েছে ৪৮ হাজার ৪৮১টি, পরীক্ষা হয়েছে ৪৯ হাজার ৫২৯টি। মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৩৯ জন, নারী ৯২ জন। বিভাগ অনুযায়ী ঢাকায় ৭৭ জন, চট্টগ্রামে ৫৩ জন, রাজশাহীতে ১৩ জন, খুলনায় ৪৪ জন, বরিশালে ছয়জন, সিলেটে নয়জন, রংপুরে ১৮ জন আর ময়মনসিংহে ১১ জন। সরকারি হাসপাতালে ১৬৮ জন, বেসরকারি হাসপাতালে ৪৯ জন, বাড়িতে ১৩ জন মারা গেছেন। বাকি একজনকে হাসপাতালে আনা হয়েছে মৃত অবস্থায়।

এমকে


মন্তব্য
জেলার খবর