অন্ধের হাতি দেখার মতো করোনা সঙ্কট দেখছে বিএনপি

০২ অগাস্ট ২০২১

করোনাকালে হাজার পাওয়ারের বাতি জ্বালিয়েও বিএনপিকে কোথাও খুঁজে পাওয়া যায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেছেন, তারা অন্ধের হাতি দেখার মতো দেখছে করোনা সঙ্কটকে। সোমবার রাজধানীর সংসদ ভবন এলাকায় তার বাসভবনে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে করোনাকালে বিএনপির তৎপরতা প্রসঙ্গে বলতে গিয়ে এ কথা বলেন।

ওবায়দুল কাদের জানান, বিএনপি করোনা সংকটে জনগণের পাশে আছে‑ এ কথা পাগলেও বিশ্বাস করে না। সঙ্কটে তাদের শামুকের মতো খোলসের আড়ালে গুটিয়ে থাকা আর পলায়নপরতা জনগণের কাছে এখন স্পষ্ট। তারা গৃহকোণে আইসোলেশনে থেকে গোয়েবলসীয় কায়দায় বাক্য চর্চা করছে।

গার্মেন্টস খোলা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, জীবন ও জীবিকার সাথে সমন্বয় করে অর্থনীতির চাকা সচল রাখতে সরকার সচেষ্ট। তাই দেশের ভবিষ্যৎ এবং কল্যাণ চিন্তা করে বিশেষজ্ঞদের সাথে আলোচনা করেই সিদ্ধান্ত নিচ্ছে সরকার। ভ্যাকসিন প্রসঙ্গে জানান, বর্তমানে ভ্যাকসিনের কোনো সঙ্কট নেই। ভ্যাকসিন সঙ্কটের ধোঁয়া তুলে আতঙ্ক তৈরির অপপ্রয়াস চালাচ্ছে একটি মহল। পাশাপাশি এ সঙ্কটকালে মানুষের মনোবল ভেঙে দেয়ার অপচেষ্টা করছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী টিকাদান কার্যক্রম ও ভ্যাকসিন আসা অব্যাহত থাকবে।

এমকে

 


মন্তব্য
জেলার খবর