যারা করোনার দুই ডোজ টিকা নিয়েছে, তাদের চেয়ে যারা এ টিকা নেয়নি- তাদের শ্বাসপ্রশ্বাসজনিত সমস্যা, হাসপাতালে ভর্তি এবং মৃত্যুর ঝুঁকি বেশি। তাই সবাইকে করোনার স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি দুই ডোজ টিকা নেয়ার পরামর্শ দিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান- আইইডিসিআর। ঝুঁকি বেশি থাকার তথ্যটি ওঠে এসেছে আইইডিসিআর’র গবেষণা জরিপে। সোমবার বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়।
আইইডিসিআর জানায়, জরিপকালে দেখা গেছে- টিকা নেয়ার পরে করোনা আক্রান্ত ব্যক্তিদের ৭ শতাংশকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। টিকা না নেয়াদের ক্ষেত্রে এ হার ২৩ শতাংশ।
গত মে ও জুন মাসে এ গবেষণা জরিপ চলায় প্রতিষ্ঠানটি। জরিপের জন্য করোনা আক্রান্তদের জাতীয় তালিকা থেকে দ্বৈবচয়নের ভিত্তিতে ১ হাজার ৩৩৪ জনকে নির্বাচন করা হয়। এর মধ্যে ৫৯২ জন টিকা নেননি,বাকীরা নিয়েছেন। টিকার দুই ডোজ সম্পন্ন হওয়ার অন্তত ১৪ দিন ৩০৬ জন করোনায় সংক্রমিত হয়েছেন। নির্বাচিতদের সবার বয়স ৩০ এর বেশি।
প্রতিষ্ঠানটি আরো জানায়- টিকা নেয়নি, কিন্তু অসংক্রামক রোগে আক্রান্তদের ৩২ শতাংশই করোনায় সংক্রমিত হওয়ার পর হাসপাতালে ভর্তি হয়েছে। পক্ষান্তরে টিকা নেয়াদের ক্ষেত্রে এ হার ১০ শতাংশ।
এমকে