উদ্ভূত করোনা পরিস্থিতিতে চলমান কঠোর বিধিনিষেধের (লকডাউন) মেয়াদ আরো বাড়ানো হতে পারে। বাড়লে হয়তো এতটা কঠোর থাকবে না। বর্ধিত মেয়াদে সরকারি-বেসরকারি অফিস সীমিত পরিসরে খুলে দেয়া হতে পারে। সীমিত পরিসরে চালু করা হতে পারে গণপরিবহণ। আর খুলে দেয়া গার্মেন্টসহ রফতানিমুখী শিল্প-কারাখানাও বিধিনিষেধের আওতার বাইরে থাকতে পারে। বিভিন্ন সুত্রে পাওয়া গেছে এমন আভাস।
রোববার স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের জানিয়েছেন, বিধিনিষেধ থাকবে। তার আগে স্বাস্থ্য অধিদফতর ১০ দিন বিধিনিষেধের মেয়াদ বাড়ানোর সুপারিশ করে। তবে বাড়লে ৭ দিন হতে পারে বিধিনিষেধের মেয়াদ। বিধিনিষিধে বাড়বে কি-না চুড়ান্ত সিদ্ধান্ত হবে মঙ্গলবার অনুষ্ঠেয় আন্তঃমন্ত্রণালয় সভায়।সোমবার এ সংক্রান্ত চিঠি সংশ্লিষ্টদের কাছে পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। সভায় বিদ্যমান করোনা পরিস্থিতিতে করণীয় নির্ধারণ করে তা অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর দফতরে পাঠানো হবে। প্রধানমন্ত্রীর অনুমোদন পেলে প্রজ্ঞাপন জারি হবে।
এমকে