বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম ভরসার প্রতীক মুশফিকুর রহিম মসজিদ,, হাসপাতাল ও এতিমদের জন্য একটি এতিমখানা বানানোর ইচ্ছা প্রকাশ করেছেন। আলাদিনের চেরাগ হাতে পেলে তিনি কোন ইচ্ছা পূরণ করবেন- সম্প্রতি সাংবাদিকদের এমন প্রশ্নে উত্তরে মুশফিক এ কথা জানান।
মুশফিক বলেন, ‘চেরাগ না পেলেও কিছু ইচ্ছা পূরণ করতে চাই। প্রথমটি হলো— একটি মসজিদ নির্মাণ করে যেতে চাই। দ্বিতীয়টি হলো— এতিমদের জন্য একটি জায়গা করে যাওয়া, যেখানে তারা সবসময় থাকতে পারবে। আর তৃতীয়টি— একটি হাসপাতাল করে যাওয়ার ইচ্ছা আছে। সেখানে যেন সবাই বিনামূল্যে চিকিত্সাসেবা পায়।’
ক্রিকেটের তিনটি ফরম্যোটেই ভালো খেলেন মুশফিকুর রহিম। বর্তমানে দলের বাইরে থাকতে হচ্ছে তাকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে খেলার জন্য শতভাগ প্রস্তুত রয়েছেন মুশফিক। কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) আপত্তিতেই সিরিজ থেকে ছিটকে গেছেন মুশফিক। বিষয়টি নিয়ে হেড কোচ রাসেল ডমিঙ্গো নিজেই ক্ষোভ প্রকাশ করেছেন।