মন্তব্য
অস্ট্রেলিয়ার সাবেক কিংবদন্তি ঘূর্ণি জাদুকর শেন ওয়ার্ন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রোববার ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এদিন নিজের অসুস্থতার কথা জানান ওয়ার্ন। ফলে তার ফ্লো পরীক্ষা করা হয়। এতে করোনা ধরা পড়ে। বর্তমানে পিসিআর পরীক্ষার ফলাফলের অপেক্ষায় আছেন।
বর্তমানে ইংল্যান্ডের নতুন টুর্নামেন্ট দ্য হান্ড্রেডের দল লন্ডন স্পিরিটের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। ওয়ার্ন করোনায় আক্রান্ত হলেও তার দলের কেউ আক্রান্ত হননি।