মঙ্গলবার থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবে বাংলাদেশ। এ সিরিজকে সামনে রেখে ১৭ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ইনজুরির কারণে দলের বাইরে থাকতে হয়েছে তামিম ইকবালকে। ইনজুরি না থাকলেও অজিদের আপত্তির কারণে খেলতে পারবেন না মুশফিকুর রহিম।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় ম্যাচগুলো শুরু হবে। ম্যাচগুলো যথাক্রমে ৩, ৪, ৬, ৭ ও ৯ আগস্ট অনুষ্ঠিত হবে।
১৭ সদস্যের বাংলাদেশ দল:
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সৌম্য সরকার, নাঈম শেখ, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, শামীম হোসেন পাটোয়ারী, সাইফুদ্দিন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ, মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, মোসাদ্দেক হোসেন সৈকত ও রুবেল হোসেন।