পোশাক বদল করাই চুরি বিদ্যা তার!

০২ অগাস্ট ২০২১

চট্টগ্রাম প্রতিনিধি:

চুরি বিদ্যা তার- চুরি করতে ঘটনাস্থলে ঢুকবে এক পোশাকে, বের হবে অন্য পোশাকে। চুরির উদ্দেশ্য সফল হোক আর বিফল হোক- পোশাক পাল্টাবেই, এমনকি পুরুষের পোশাকে ঢুকলে বের হবে নারীর পোশাকে। এমন এক চোরকে ধরে পুলিশে দিয়েছেন চট্রগ্রামের রাউজান পৌরসভার মাইক্রো কার স্টেশন এলাকার প্রবাসী বেলাল উদ্দিনের বাসার দারোয়ান।সোমবার দুপুরে ধরা পড়ে সে।

ধরা পরা যুবকের নাম সাইফুদ্দিন। রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নের আরব নগর এলাকার আব্দুল বাসেকের ছেলে সে।জানা গেছে, সাইফুদ্দিন বেলালের বাসায় চুরি করতে ঢুকেছিল জিন্স প্যান্ট আর টিশার্ট পরে। চুরি করতে না পেরে বের হয় শাড়ি, ব্লাউজ আর পেটিকোট পড়ে। এ সময় সন্দেহ হলে দারোয়ান তাকে ধরে ফেলে।

এ বাসায় এর আগেও গত ২১ শে জানুয়ারি একটি চুরির ঘটনা ঘটে। সিসিটিভির ফুটেজে চোরের পোশাক পাল্টানোর কৌশলটি বের হয়ে আসে। দেখা যায়- মদিনা টাওয়ারের বেলকনি দিয়ে বাসায় ঢুকে নগদ একলাখ টাকা, প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার নিয়ে যায় চোর। ওই দিন বেলাল উদ্দিনের স্ত্রী তাদের ছেলেকে স্কুলের ভর্তি করানোর জন্য শহরে ছিলেন। সোমবারও বেলাল উদ্দিন ও তার স্ত্রী বাসায় ছিলেন না।

রাউজান থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, দারোয়ান এক কৌশলী চোরকে ধরার পর বাসার মালিক থানায় খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে চোরকে আটক করে থানায় আনা হয়েছে, জিজ্ঞাসাবাদ চলছে।

 

দিলীপ কুমার তালুকদার/এমকে

 


মন্তব্য
জেলার খবর