অন্তঃসত্ত্বার পরেও চুরি করতেন নেহা

০২ অগাস্ট ২০২১

চট্টগ্রাম প্রতিনিধি:

আট মাসের অন্তঃসত্ত্বা হওয়ার পরেও চুরি ছাড়েনি রাবেয়া আক্তার নেহা। এ সময়ে চুরি করে অন্তঃসত্ত্বার কারণে জনসন্দেহ এড়াতে পারলেও ধরা খেয়েছে সিসিটিভির ভিডিও ফুটেজে।অবশেষে তার অবস্থান এখন শ্রীঘরে। সোমবার আগ্রাবাদ মৌলভীপাড়া মানিক ম্যানশন থেকে তাকে আটক করে পুলিশ। নেহা চট্টগ্রামের অন্যতম শীর্ষ চোর বলে জানিয়েছেন ডবলমুরিং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন ।

আটকের আগে সোমবার ভোরে ম্যানশনটির একটি বাসা থেকে মোবাইল ও কাপড় চুরি হয়। এ ঘটনায় এলাকাবাসী সিসিটিভির ভিডিও ফুটেজ দেখে নেহাকে শনাক্ত করে ও ৯৯৯ নম্বরে ফোন দেয়। এরপর পুলিশ তাকে আটক করে এবং চুরির মালামাল উদ্ধার করে।

পুলিশ জানায়, অন্তঃসত্ত্বা অবস্থায় চুরি করতে গিয়ে এ নিয়ে দু’বার আটক হলো সে। চার মাস আগেও তাকে আটক করেছিল পুলিশ। এর বাইরে এলাকাবাসীর হাতে ধরা পড়ে আরো চারবার। কিন্তু প্রতিবারই ‘অন্তঃসত্ত্বা’র কারণে সহানুভূতি পেয়েছিল। সেই সহানুভূতিকে পুঁজি করেই চুরি করেছে কমপক্ষে আরো চারবার।

ওসি মোহাম্মদ মহসীন বলেন, পুরো চট্টগ্রামেই চুরি করে নেহা, চুরি করে খুবই ভোরে। সে সময় অনেকে নামাজ পড়তে যায়, অনেকে ব্যায়াম করতে যায়। তাই অসাবধানতাবশতঃ অনেক বাসা খোলা থাকে। সেই সুযোগে চুরি করে পালিয়ে যায় সে। তিনি জানান, শতাধিক চুরি করেছে নেহা। অধিকাংশ ক্ষেত্রেই ধরা না পড়ায় তার বিরুদ্ধে মামলা হয় ৪টি ঘটনায়। তার নামে আরো একটি মামলা হয়েছে বলে জানান তিনি।

 

দিলীপ কুমার তালুকদার/এমকে

 


মন্তব্য
জেলার খবর