জনগণের কাছে ক্ষমা চাইলেন রুহানি

০৩ অগাস্ট ২০২১

আট বছরের শাসনামলে মানুষজনকে যে কষ্ট করতে হয়েছে, সেজন্য ক্ষমা চেয়েছেন ইরানের বিদায়ী প্রেসিডেন্ট হাসান রুহানি।

মন্ত্রিসভার বৈঠকে নিজের শেষ বক্তব্যে নিজের ক্ষমতার ৮ বছরে নিজের যেকোনো ভুল ও ত্রুটির জন্য ইরানিদের কাছে ক্ষমা চান তিনি।

রুহানি বলেন, সরকার জনগণের সামনে ‘পুরো সত্য’ প্রকাশ করেনি। পুরো সত্য প্রকাশ পেলে জাতীয় ঐক্য নষ্টের আশঙ্কায় সত্যের একটা অংশ উপস্থাপন করেছে। যা প্রকাশ করেছি তা সত্যের সঙ্গে পরস্পর বিরোধী নয়। তবে কিছু সত্য লুকিয়েছি।

আনাদোলু এজেন্সি


মন্তব্য
জেলার খবর