উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাই প্রচেষ্টা চালাবেন: প্রধানমন্ত্রী

১০ ফেব্রুয়ারী ২০২২

বর্তমান সরকার বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এ উন্নয়নের অগ্রযাত্রা যাতে অব্যাহত থাকে, তার জন্য সবাই সম্মিলিতভাবে প্রচেষ্টা চালাবেন— এটাই আমি আশা করি। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪২তম জাতীয় সমাবেশে এ কথা বলেন। গাজীপুরের আনসার ভিডিপি একাডেমিতে এ সমাবেশ হয়। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কন্ফারেন্সের মাধ্যমে সমাবেশে যুক্ত হন।

বাংলাদেশের  চলমান অগ্রযাত্রা কখনও কেউ যেন ব্যাহত করতে না পারে, সেজন্য ২১০০ সাল পর্যন্ত পরিকল্পনা দিয়ে যাচ্ছি উল্লেখ করে শেখ হাসিনা বলেন- আমরা এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাবো। আমাদের মাথাপিছু আয় বেড়েছে, প্রবৃদ্ধি বেড়েছে। অর্থনীতি যথেষ্ট শক্তিশালী হচ্ছে। এ ক্ষেত্রে আমি মনে করি, আপনাদের যথেষ্ট অবদান রয়েছে।

বাংলাদেশকে শান্তির দেশ ও তার সরকার শান্তিতে বিশ্বাস করে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, শান্তিপূর্ণ পরিবেশ থাকলেই দেশের উন্নয়ন হয়। দেশের উন্নয়ন মানে প্রতিটি পরিবারের উন্নয়ন। প্রতিটি পরিবার সচ্ছ্বলভাবে জীবনযাপন করুক, সুন্দরভাবে বাঁচুক- সেটাই চায় তার সরকার। প্রধানমন্ত্রী দেশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রত্যেক সদস্যকে কাজ করতে বলেন এ সময়।

শেখ হাসিনা বলেন, তার সরকার সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে চায়। এ লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী তার বক্তব্যে দেশ থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদ দূরীকরণে আনসার ও ভিডিপি বাহিনীর ভূমিকা ও বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে তাদের অবদানের কথা তুলে ধরেন। একই সঙ্গে এ বাহিনীর সুযোগ-সুবিধা বৃদ্ধি নিয়েও কথা বলেন। অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও ভিডিপি ওয়েলফেয়ার ট্রাস্ট গঠনের ঘোষণা দেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম। আরও বক্তব্য দেন- স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আখতার হোসেন।

এমকে


মন্তব্য
জেলার খবর