তালেবানদের রুখতে পরিকল্পনা প্রকাশ

০৩ অগাস্ট ২০২১

তালেবানদের আক্রমণ রুখতে আফগান পার্লামেন্টে নিজের নিরাপত্তা পরিকল্পনা পেশ করেছেন দেশটির প্রেসিডেন্ট আশরাফ গণি। তালিবান আগের থেকেও নৃশংস হয়ে গিয়েছে বলে ভার্চুয়ালি একটি ক্যাবিনেট বৈঠকে দাবিও করেছেন তিনি ।

আশরাফ গণি বলেন, 'তালেবান কোনোভাবেই শান্তি চায় না। আমরা শান্তি চাই, তারা চায় আত্মসমর্পণ। তারা কোনোরকম আলোচনায় যোগ দেবে না। আমাদের অবস্থান স্পষ্ট। এই অবস্থায় গোটা দেশে অভিযান চালানো হবে। ওরা কান্দাহারে আক্রমণ চালিয়েছে। সেখান থেকে আমাদের বাহিনীর উপর এয়ারস্ট্রাইক করছে। তবে আগামী ৬ মাসে পরিস্থিতি বদলে যাবে।'

আল জাজিরা ও হিন্দুস্তান টাইমস


মন্তব্য
জেলার খবর