মন্তব্য
মাথায় হিজাব পরে একমাত্র কন্যাকে কোলে নিয়ে বসে থাকা একটি ছবি সম্প্রতি ফেসবুকে শেয়ার করেছেন জনপ্রিয় অভিনেত্রী ও উপস্থাপিকা আমব্রিনা সারজিন আমব্রিন।
ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আল্লাহ এ পরীকে আমাকে দিয়েছেন। সে-ই আমাকের আরও ভালো মানুষ হয়ে ওঠার সুযোগ করে দিলো।
আমার মেয়ের বয়স যখন মাত্র একদিন, তখন ও জীবন নিয়ে লড়ছিল। তখন আমি আল্লাহর কাছে আবেদন করি, যেন আমার মেয়েকে সুস্থ করে আমার কাছে ফিরিয়ে দেন। আল্লাহর কাছে আমি তার জীবন চেয়েছিলাম; এর প্রেক্ষিতে আমি মিডিয়া ও আমার কাজ ছেড়ে দিতে চেয়েছি। পাশাপাশি শপথ করেছিলাম, হিজাব পরার ও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার।
আমি এখন মেয়ের দিকে তাকালে সে কথাই মনে পড়ে। আমার নতুন এ জীবনে আমি সত্যিই ভালো আছি।’