গ্রামে ফিরলে কর্মসংস্থানসহ আবাসন পাবেন বস্তির বাসিন্দারা

০৩ অগাস্ট ২০২১

বস্তির কোনো বাসিন্দা নিজের গ্রামে ফিরলে তাকে সরকারের তরফ থেকে আবাসনসহ কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, এ জন্য সরকার ঘরে ফেরা কর্মসূচি হাতে নিয়েছে, গ্রামে সব বিনামূল্যে করে দেয়া হবে। মঙ্গলবার সরকারি চাকুরেদের ও বস্তিবাসীদের মাঝে ঢাকায় নির্মিত বহুতল ভবনের ফ্ল্যাট হস্তান্তর অনুষ্ঠানে বিষয়টি জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, বস্তিতে মানুষ মানবেতর জীবনযাপন করেন। বস্তি অস্বাস্থ্যকর ও বসবাসের অনুপযোগী। এ জন্য তাদের জন্য সুন্দর ও আধুনিক ব্যবস্থাপনায় থাকার ব্যবস্থা করে দেয়া হচ্ছে। প্রথম ধাপে আজকে ৩০০ পরিবারকে ৩০০ ফ্ল্যাট দিচ্ছি। পর্যায়ক্রমে সবাইকে ফ্ল্যাট দেয়া হবে। ঢাকায় ফ্ল্যাটে থাকলে ভাড়া দিয়ে থাকতে হবে। শেখ হাসিনা বলেন, সরকারে থেকে তৃণমূল মানুষের জীবন-মান উন্নত ও সংবিধানের আলোকের মানুষের মৌলিক চাহিদা পূরণ করে যাচ্ছি। তার সরকারের লক্ষ্য- একটি মানুষও গৃহহীন থাকবে না।

এমকে

 


মন্তব্য
জেলার খবর