বঙ্গবন্ধু হত্যার কুশীলবরা জাতির কাছে এখন স্পষ্ট: ওবায়দুল কাদের

০৩ অগাস্ট ২০২১

সময়ের ধারাবাহিকতায় ইতিহাসের চুল-চেরা বিশ্লেষণের মাধ্যমে বঙ্গবন্ধু হত্যার কুশীলব কারা তা এখন জাতির কাছে স্পষ্ট বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেছেন,  ইতিহাসের ভিলেনকে জোর করে ইতিহাসের নায়ক বানানো যায় না। মঙ্গলবার ঢাকার সংসদ ভবন এলাকায় তার বাসভবনে প্রেস ব্রিফিংয়ে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড প্রসঙ্গে বিএনপি মহাসচিবের দেয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, আগস্ট মাস এলেই রক্তাক্ত অতীতের অন্তরজ্বালা নিয়ে অস্থির হয়ে পড়ে বিএনপি । বঙ্গবন্ধু হত্যা নিয়ে মির্জা ফখরুল আজ আষাঢ়ে গল্প ফেঁদেছে। তার বক্তব্য অনেকটা ‘ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাইনা' এর মতো। এ সময় বঙ্গবন্ধু হত্যা পরবর্তী খুনিদের তৎপরতা নিয়ে মির্জা ফখরুলের কাছে বেশ কিছু প্রশ্ন রাখেন ওবায়দুল কাদের। বিএনপি মহাসচিব তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু হত্যায় আওয়ামী লীগ জড়িত এবং সরকার জিয়াউর রহমানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে চাইছে।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা  ঐতিহাসিক সত্য নতুন করে বাকপটুতায় ধামাচাপা দেয়ার নির্লজ্জ ব্যর্থ চেষ্টা করছে। আমরা জিয়ার ভাবমূর্তি নষ্ট করতে যাবো কেন? সময়ের ধারাবাহিকতায় চুল-চেরা বিশ্লেষণের মাধ্যমে ইতিহাসই যার যার স্থান নির্ধারণ করে দেয়। জিয়াউর রহমান  নিষ্পাপ হলে বঙ্গবন্ধু হত্যার বিচার বন্ধ করলেন কেন? এ প্রশ্নের জবাব নিশ্চয়ই বিএনপি দিতে পারবে না- যোগ করেন ওবায়দুল কাদের। এ সময় বিভিন্ন বিষয়ে আওয়ামী লীগকে নসিহত না করে নিজেদেরে পরিশুদ্ধ হতে বিএনপি নেতাদের পরামর্শ দেন ওবায়দুল কাদের।

এমকে


মন্তব্য
জেলার খবর