একদিনে ২৬৪ ডেঙ্গু রোগী শনাক্ত

০৩ অগাস্ট ২০২১

২৪ ঘণ্টায় দেশে  ২৬৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ২৪৮ জনের বসবাস রাজধানী  ঢাকায়, বাকিদের বসবাস ঢাকার বাইরে। আর চলতি আগষ্ট মাসে সব মিলে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ৭৮৮ জন। মঙ্গলবার  স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্যে এসব  জানা গেছে।

চলতি বছরের ডেঙ্গুর পরিস্থিতি সম্পর্কে স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে এক হাজার ৭২ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে এক হাজার ২৫ জন ঢাকায়, ঢাকার বাইরে অন্যান্য বিভাগে আছেন ৪৭ জন । এখন পর্যন্ত ৩ হাজার ৪৪৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ হাজার ৩৭০ জন। আক্রান্তদের মধ্যে ৪ জনের মৃত্যুর তথ্য পর্যালোচনার জন্য রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়েছে।

এমকে

 


মন্তব্য
জেলার খবর