অজিদের বিপক্ষে স্বপ্নের জয়ে সিরিজ শুরু টাইগারদের

০৩ অগাস্ট ২০২১

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি ফরমেটে প্রথম জয়ের স্বাদ পেল বাংলাদেশ। আর এ জয়ের মাধ্যমে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ যেন স্বপ্নের জয় দিয়ে শুরু করল মাহমুদুল্লাহরা। টস হেরে প্রথমে ব্যাট করে ১৩১ রানের স্বল্প পুঁজি গড়ে টাইগাররা। সেই পুঁজি তাড়া করতে গিয়ে বাংলাদেশের বোলিং তোপে ১০৮ রানেই গুটিয়ে যায় অজি শিবির। ফলে ২৩ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা।

 

মঙ্গলবার সন্ধ্যায় মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল ক্রিকেটের পরাশক্তি অফস্ট্রেলিয়া। দেশটির পারফরম্যান্স, অতীত ইতিহাস কিংবা পরিসংখানে ধারে কাছে নেই বাংলাদেশ। সেই অস্ট্রেলিয়াকেই ঘরের মাঠে ২৩ রানে হারিয়েছে লাল-সুবজের দল।

 

এর আগে চারবার অজিদের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। সবগুলোই ছিল বিশ্বকাপের মঞ্চে। এবারই প্রথম দ্বিপক্ষীয় সিরিজ খেলছে দল দু’টি। আর প্রথম সিরিজেন প্রথম ম্যাচেই বাজিমাত করল বাংলাদেশ।

 

টস ভাগ্যটা এদিন অতিথিদের পক্ষে ছিল। টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় তারা। ব্যাট করতে নেমে অসি বোলারদের সামনে সুবিধে করে উঠতে পারেনি বাংলাদেশ। ২০ ওভারে ৭ উইকেটে ১৩১ রান করে টাইগাররা। সর্বোচ্চ ৩৬ রান করেন সাকিব আল হাসান। এছাড়া মাহমুদউল্লাহ ২০, মোহাম্মদ নাঈম ৩০, সৌম্য ২, আফিফ ২৩, শামীম ৪, সোহান ৩ ও মেহেদী ৭ রান করেন।

 

জবাব দিতে নেমে বাংলাদেশের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারছিল না তারা। প্রথম বলেই অস্ট্রেলিয়া শিবিরে আঘাত হানেন মেহেদী। ওপেনার কেয়ারিকে ০ রানে বোল্ড করেন মেহেদী। পরের ওভারে আবারও উইকেট শিকার করেন নাসুম। ৩য় ওভারের প্রথম বলে এবার আরেক বার অস্ট্রেলিয়া শিবিরে আঘাত হানেন সাকিব আল হাসান। হেনরিকেসকে ঘূর্ণি জাদুতে বোল্ড করেন তিনি। পরপর তিন ওভারে ৩ উইকেট হারিয়ে আর ঘুরে দাঁড়াতে পারেনি অস্ট্রেলিয়া। পুরো ম্যাচ জুড়ে টাইগারদের বোলিং তোপে আসা-যাওয়ার মধ্যে ছিল অজি ব্যাটসম্যানরা।

 

শেষ পর্যন্ত সব উইকেট হারিয়ে ১০৮ রান করে অতিথিরা। সর্বোচ্চ ৪৫ রান করেন মিশেল মার্শ। এছাড়া কেয়ারি ০, ফিলিপি ৯, মার্শ ৪৫, হেনরিকেস ১, ওয়েড ১৩, অ্যাগার ৭, টার্নার ৮, স্টার্ক ১৪, টাই ০, জ্যাম্পা ০ ও হেইজেলউড অপরাজিত ২ রান করেন।

 

সর্বোচ্চ ৪টি উইকেট নেন নাসুম আহমেদ। এছাড়া মুস্তাফিজ ও শরিফুল ২টি এবং সাকিব ও মেহেদী ১টি করে উইকেট নেন।

 

সংক্ষিপ্ত স্কোর

 

বাংলাদেশ একাদশ: ২০ ওভারে ১৩১/৭ (মাহমুদউল্লাহ ২০, মোহাম্মদ নাঈম ৩০, সাকিব ৩৬, সৌম্য ২, আফিফ ২৩, শামীম ৪, সোহান ৩, মেহেদী ৭ ; হেইজেলউড ৪-০-২৪-৩, স্টার্ক ৪-০-৩৩-২, জ্যাম্পা ৪-০-২৮-১, টাই ৪-০-২২-১, অ্যাশটন ৪-০-২২-০)।

 

অস্ট্রেলিয়া: ২০ ওভারে ১০৮ (কেয়ারি ০, ফিলিপি ৯, মার্শ ৪৫, হেনরিকেস ১, ওয়েড ১৩, অ্যাগার ৭, টার্নার ৮, স্টার্ক ১৪, টাই ০, জ্যাম্পা ০, হেইজেলউড ২*; মেহেদি ৪-০-২২-১, নাসুম ৪-০-১৯-৪, সাকিব ৪-০-২৪-১, মুস্তাফিজ ৪-০-১৬-২, শরিফুল ৩-০-১৯-২, মাহমুদউল্লাহ ১-০-৬-০)।

 

ফল : বাংলাদেশ ২৩ রানে জয়ী।


মন্তব্য
জেলার খবর